Front Page About Section

বাংলাদেশ ২.০

জেনারেশান জি বিপ্লব । বাংলাদেশ । জুলাই ২০২৪ । আর্কাইভ​

জুলাই ৫ তারিখ থেকে জুলাই ৩৬ (আগস্ট ০৫) পর্যন্ত বাংলাদেশের শিশু, তরুণ প্রজন্ম সর্বস্তরের জনসাধারনকে সঙ্গে নিয়ে এক অবিস্মরনীয় ইতিহাস রচনা করে যা বিশ্বের বুকে জেনারেশান জি বিপ্লব হিসাবে চিরস্থায়ী হতে চলেছে। এই ইতিহাস রচনার পথে তাদের সংগ্রাম, ত্যাগ, ক্ষোভ, স্বপ্ন, সফলতা সব মিলে মিশে একাকার হয়ে গেছে। ফ্যাসিস্ট শাসকের বর্বর হামলার মুখে তাদের সহস্রাধিক তাজা প্রানের বিসর্জন ও আরো কয়েক সহস্র প্রানের স্থায়ী, সাময়িক ক্ষতির বিনময়ে তারা বাংলাদেশের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিস্ট স্বৈরাচারকে উৎখাত করে এক নতুন বাংলাদেশের যাত্রার সূচনা করে। এই যাত্রার নাম দেয়া হয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বা বাংলাদেশ ২.০।

ওয়েবসাইটের কাজ চলমান ...